শুক্রবার অমরনাথের মেঘভাঙা বৃষ্টিতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। নিখোঁজ ৪০ জন। ঘটনার পর থেকে হাওড়ার একই পরিবারের ৩ জনের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছে না তাঁদের পরিবার।
এ রাজ্য থেকে অমরনাথে গিয়েছিলেন হাওড়ার বাসিন্দা শীলা সিং। সঙ্গে ছিলেন তাঁর দুই মেয়ে ঝুমা সিং ও প্রীতি মান্না। শুক্রবার সকালে শেষবার আত্মীয়দের সঙ্গে কথা বলেছিলেন প্রীতি। তার পর থেকে তাঁদের আর কোনও খবর নেই। এর জেরে উদ্বেগে তাঁদের পরিবার।
আরও পড়ুন- Amarnath update:অমরনাথে উদ্ধারকাজে স্নিফার ডগ ও রেডার, আরও মৃত্যুর আশঙ্কা
অন্যদিকে, অমরনাথের মেঘভাঙা বৃষ্টির পর সেখানে আটকে পড়েছেন ধূপগুড়ির ৬ যুবক। তাঁরা পেশায় ব্যবসায়ী। দিন কয়েক আগে অমরনাথের উদ্দেশে রওনা দেন তাঁরা। শুক্রবারের আচমকা মেঘভাঙা বৃষ্টির পর তাঁরা একে অন্যের থেকে আলাদা হয়ে যান। প্রথমে চারজনের খোঁজ পাওয়া গেলেও দুজনকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ৬ জনেরই খোঁজ পাওয়া গিয়েছে।
অমরনাথের নীলগ্রন্থ হেলি অঞ্চলে ইতিমধ্যে বিএসএফের একটি দল মোতায়েন করা হয়েছে। সেখানে তীর্থযাত্রীদের শুশ্রষা করা হচ্ছে। শনিবার সকালে উদ্ধারকাজ শুরু হওয়ার পর অন্তত ১১ জন আহত যাত্রীকে হেলিকপ্টারে শ্রীনগরে ফিরিয়ে আনা হয়েছে।