পাগলা ষাঁড়ের আক্রমণ! আহত হলেন তিনজন। আর, তা নিয়েই রীতিমতো তটস্থ এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের মিলন সংঘ পাড়া এলাকায়। এলাকাবাসীর দাবি, সোমবার রাত থেকেই ওই ষাঁড়টি গোটা এলাকাজুড়ে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে। আহতদের বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ষাঁড়টির মুখ থেকে অনবরত লালা ঝরছে। ষাঁড়টির জলাতঙ্ক হয়েছে বলে আশঙ্কা ছড়ানোয় এলাকাবাসীর আতঙ্ক আরও বেড়েছে।
সোমবার রাত থেকে বনদফতর, পুলিশ প্রশাসন ও পৌরসভার সাহায্য চেয়ে তাঁরা সেভাবে কারও সাহায্য পাননি। সব দফতরই ঢিলেমি দিচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। যদিও, মঙ্গলবার সকালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাস্তায় ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে।