সরস্বতী পুজোর দিনের সকালেই ভয়াবহ পথদুর্ঘটনা। মৃত্যু হল একই পরিবারের তিনজনের। দুর্ঘটনাটি ঘটেছে বহরমপুরের সাঁইথিয়া রাজ্য সড়কের চারাতলা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়।
কীভাবে দুর্ঘটনা ঘটে?
স্থানীয়রা জানিয়েছেন, একটি স্কুটি করে তাঁরা বহরমপুরের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, সেসময় একটি ডাম্পার ওই স্কুটিতে ধাক্কা মারলে তিনজনই ছিটকে পড়ে যান। এবং ওই ডাম্পারটি তাঁদের পিষে দেয়।
এদিকে মৃত তিনজনেরই নাম জানা যায়নি। তবে মৃত্যুর খবর জানাজানি হতেই স্থানীয় এলাকার বাসিন্দারা সেখানে ভিড় জমান। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকি পুলিশ গিয়ে পৌঁছলেও তাঁদের ঘিরে ধরে উত্তেজিত জনতা।
কী অভিযোগ স্থানীয়দের?
গ্রামবাসীদের অভিযোগ, প্রতিনিয়ত ওই রাস্তা দিয়ে চোরাই বালি বোঝাই লরি যাচ্ছে। এবং তাদের কাছ থেকে তোলা তুলছে বলেও অভিযোগ। সেকারণেই পথদুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে।