কলকাতায় ফের ডেঙ্গির হানা মৃত্যু। শুক্রবার একদিনে মৃত্যু হল তিন জনের। তাদের মধ্যে দুজনের বয়স ৩০ বছরের কাছাকাছি। এছাড়াও বুধবার ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে।
বেসরকারি সূত্র অনুয়ায়ী, কলকাতা সহ আশপাশের অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী চলতি মরশুমে ডেঙ্গিতে মৃতের সংখ্যা ৫৮ জন। এবং তাদের মধ্যে অনেকেই কমবয়সি। শুক্রবার যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বেলাঘাটা আইডি হাসপাতালে এবং একজনের মৃত্যু হয়েছে সল্টলেক আমরি হাসপাতালে।
Read More- সিকিমে বিপর্যয়, ১৬ হাজার ফিট উঁচুতে আটকে পড়া ৬৮ জনকে উদ্ধার আইটিবিপির
ডেঙ্গি নিয়ে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দেওয়া তথ্য চিন্তা বাড়িয়েছে শহরবাসীর। কারণ শেষ তিন সপ্তাহের নিরিখে গত সপ্তাহে সংক্রমণ বেড়েছে। যদিও মেয়র ফিরহাদ হাকিম শুক্রবার জানিয়েছেন, ডেঙ্গি সংক্রমণের হার আগের থেকে অনেকটাই কম।