বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল তিন জনের। ঘটনায় আহতের সংখ্যা ২৭। তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাস্থল ঘুরে দেখে এবিষয়ে বিস্তারিত জানালেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ। দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে দুজন হলেন মাফিজা খাতুন এবং ক্রান্তি কুমার। অপর একজনের নাম জানা যায়নি।
বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বর্ধমান স্টেশনের একটি লোহার তৈরি জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। সেটি স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ছিল। ঘটনার জেরে একটি শেড ভেঙে পড়ে।
এই ঘটনার পরেই পরিদর্শনে গিয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ। এছাড়াও ঘটনাস্থলে যান DRM। ঘটনার পর যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন যাত্রীরা। তাঁদের মধ্যে অনেকেই অভিযোগ করেছেন, দীর্ঘদিনের পুরনো ওই ট্যাঙ্ক কোনও রকম রক্ষণাবেক্ষণ করা হয় না। এবং সেকারণেই দুর্ঘটনা ঘটেছে।