উচ্চমাধ্যমিকে কড়া 'গার্ড' পড়েছিল। দেখাদেখি করে লিখতে পারেনি পড়ুয়ারা। আর সেকারণে তিন শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল পরীক্ষার্থীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানা এলাকার দইয়েরবাজার বিদ্যামন্দিরে।
শিক্ষকদের অভিযোগ, বুধবার পরীক্ষার ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেসময় কয়েকজন পড়ুয়া তাঁদের উপর হামলা চালায়। স্থানীয় মানুষরা তাঁদের ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষকদের উদ্ধার করে। অভিযুক্ত পড়ুয়াদের সকলেই কিং এডওয়ার্ড উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র।
প্রধান শিক্ষকের অভিযোগ
ওই ঘটনা প্রসঙ্গে দইয়েরবাজার বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক শান্তনু বিশ্বাস জানিয়েছেন, অভিযুক্ত পড়ুয়াদের মধ্যে পরীক্ষার্থী সুলভ আচরণ চিল না। বারবার শৌচালয়ে যাওয়ার দাবি করছিল তারা। এবং হলের মধ্যে কথা বলার দাবি করছিল। কিন্তু তাতে রাজি না হওয়ায় হামলা চালিয়েছে বলে অভিযোগ।
এবিষয়ে নিগৃহীত শিক্ষক জ্যোতির্ময় মণ্ডল জানিয়েছেন, স্থানীয় লোকজন না এলে রক্তারক্তি কাণ্ড ঘটতে পারত। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁরা।