বছরের শেষ দিন তার উপরে রবিবার। এদিন সকাল থেকেই আনন্দে মেতে রয়েছে শহর থেকে জেলা। শীতের রোদ গায়ে মেখে সকাল থেকে ভিড় জমেছে ইকোপার্ক, ভিক্টোরিয়া, কঙ্কালিতলা, মাইথন, শান্তিনিকেতন।
সকাল থেকেই ইকোপার্কে ভিড় চোখে পড়ার মতো। পিকনিকের মুডে মানুষজন। দূরদূরান্ত থেকে ইকোপার্কে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ সেলফি তুলতে। তার মধ্যেই চলছে দেদার খাওয়া দাওয়া। একেবারে আনন্দের সাথে নতুন বছরকে বিদায় জানাতে এই ভাবেই সেলিব্রেশন করছে রাজ্যবাসী।
শীত না পড়লেও বাঙালির ঘোরার শখে বিন্দুমাত্র ভাটা পড়েনি। বছর শেষের দিনে উপচে পড়া ভিড় ভিক্টোরিয়া মেমোরিয়ালে।
আরও পড়ুন - সরকারি অনুষ্ঠানের আগে গাইতে হবে রাজ্য সঙ্গীত, নির্দেশ মুখ্যসচিবের
বর্ষবরণের কাউন্টডাউন করার আগে ৩১শে ডিসেম্বর বাঙালি ভিড় করেছে জেলাগুলিতে। কঙ্কালিতলায় পুজো দেওয়ার লাইন ছিল চোখে পড়ার মতো। এছাড়াও মাইথন, শান্তিনিকেতনেও ভিড় রয়েছে চোখে পড়ার মতো।