রাজ্যে নতুন করে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। অবস্থা নিয়ন্ত্রণে তৎপর হয়েছে প্রশাসন। সরকারি হাসপাতালগুলির পাশাপাশি বিশেষ নজর রাখতে বলা হয়েছে বেসরকারি হাসপাতালগুলিকেও।
রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রবিবার বাংলায় নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৩২৪ জন। সরকার জানিয়েছে, মোট ৫১৩ জন রোগী ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। কোন জেলাগুলির অবস্থা সবচেয়ে খারাপ, তারও তালিকা করেছে সরকার। স্বাস্থ্য ভবনের মতে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও দার্জিলিংয়ের ডেঙ্গির অবস্থা সবচেয়ে চিন্তার। হাওড়া পুরনিগমের দিকে বিশেষ নজর রেখেছে স্বাস্থ্য দফতরে। হাওড়ায় চলছে বিশেষ নজরদারি। ডেঙ্গি মোকাবিলা করতে ইতিমধ্যেই জেলাগুলিকে বাড়তি সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
গত বছরের তুলনায় এই বছরের ডেঙ্গির গ্রাফে ফারাক অনেকটাই।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ২৮ জন। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৪২৮ জন। আলিপুরদুয়ারে গত বছর ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৩৩ জন। এই বছর আক্রান্তদের সংখ্যস ২৯৫। দার্জিলিংয়ে গত বছর ছিল ৮১ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন, এই বছর তা বেড়ে হয়েছে ২৫৮। কালিম্পংয়ে গত বছর মাত্র ১ জন ডেঙ্গি আক্রান্ত হন। এবার তা বেড়ে হয়েছে ১৭৭ জন। মালদহে ৭৭ থেকে বেড়ে এই বছর আক্রান্ত ২৭২ জন।
শোচনীয় হাল দক্ষিণবঙ্গেও। পূর্ব বর্ধমানে গত বছর ৯ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন, ২০২২ সালে তা বেড়ে হয়েছে ১৬০। হাওড়ায় গত বছরের সেপ্টেম্বরে ৩৮ জন ডেঙ্গি আক্রান্ত ছিলেন। এবার তা বেড়ে ১ হাজার ৬৯০ হয়েছে। রাজধানী কলকাতায় গত বছরের সেপ্টেম্বরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ২৩০, তা এবার বেড়ে হয়েছে ১ হাজার ৫৮।