ডাকাতি থেকে খুনের চেষ্টা। সন্দেশখালির ঘটনায় গ্রেফতার শাহজাহানের বিরুদ্ধে মোট ৩৪টি মামলা দায়ের। প্রতিটি মামলাই দায়ের করা হয়েছে ন্যাজাট থানার অঞ্চলে। বুধবার গ্রেফতারের পর বৃহস্পতিবার শাহজাহানকে আদালতে তোলা হয়। আদালত তাকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। আদালতের এই নির্দেশের পর শাহজাহানের বর্তমান ঠিকানা ভবানী ভবন। সিআইডি তার বিরুদ্ধে তদন্ত করবে।
মিনাখাঁ থেকে গ্রেফতারের পর বসিরহাট থানায় আনা হয় শাহজাহানকে। বৃহস্পতিবার কোর্ট লক-আপ থেকে তাকে আদালতে পেশ করা হয়। তার আগে অবশ্য পুলিশ দাবি করে, গত পাঁচই জানুয়ারির ঘটনায় নিজের দোষ কবুল করছে বহিষ্কৃত তৃণমূল নেতা।
এদিকে, শাহজাহান গ্রেফতার হতেই তাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। আগামী ছয় বছরের জন্য শাহজাহানকে সাসপেন্ড করা হয়েছে। তৃণমূল সূত্রে জানানো হয়েছে, সন্দেশখালির সব পদ থেকে শাহজাহানকে সরিয়ে দেওয়া হয়েছে।