পশ্চিমবঙ্গের সৌন্দর্য সুন্দরবন। কিন্তু সুন্দরবনের (Sundarban) বেশিরভাগ প্রাণী, গাছ আজ বিলুপ্তির পথে। এরমধ্যে প্রায় লুপ্তপ্রায় বাঘরোল (Fishing Cat)। কয়েক বছর ধরেই বিপন্ন বাঘরোলকে সংরক্ষণ করতে উদ্যোগ নিয়েছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। গভীর জঙ্গলে তাদের উদ্যোগে এবার চলল বাঘরোল সুমারির কাজ। জঙ্গলের বিভিন্ন জায়গায় বসানো ক্যামেরায় ধরা পড়ল বাঘরোলের ছবি। সমস্ত ছবি খতিয়ে দেখে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধীন জঙ্গলে প্রায় ৩৬৫টি বাঘরোল চিহ্নিত হয়েছে বলে দাবি বনাধিকারিকদের।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর চালু বারাসাত-হিঙ্গলগঞ্জ বাস পরিষেবা
বনদফতর সূত্রে খবর, মোট ৫৭৩ টি ক্যামেরা বসানো হয়েছিল জঙ্গল জুড়ে। তার মধ্যে বসিরহাট রেঞ্জ থেকে ১৪৪, সজনেখালি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে ১২০টি, ন্যাশনাল পার্ক (পূর্ব)-এ ৭৪টি এবং ন্যাশনাল পার্ক (পশ্চিম)-এ ১২০টি বাঘরোল চিহ্নিত হয়েছে।
এছাড়া সুন্দরবনের পাখিরালার বাবলাতলায় বন্যপ্রাণপ্রেমী সংগঠন ‘শের’-এর উদ্যোগে 'বাঘ বন' নামে একটি কমিউনিটি সেন্টার রয়েছে। সেখানে আলোচিত হয় 'মানুষ এবং বন্য প্রাণ সংঘাত' বিষয়ে।