নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল স্কুলবাস। তার জেরে জখম ৩৯ জন ছাত্রছাত্রী। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে শিলিগুড়ি মহকুমার ভীমবাড় এলাকায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে নকশালবাড়িতে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। তাতে অংশগ্রহণ করেন বহু ছাত্রছাত্রী। চা বাগান এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়া তাঁরা।
আরও পড়ুন: 'মোদীরূপে ধরাধামে অবতীর্ন হয়েছেন স্বয়ং বিবেকানন্দ', বিতর্কিত মন্তব্য সৌমিত্র খাঁর
ছোট গাড়ি ভাড়া করে নকশালবাড়ি যান। ম্যারাথন শেষে ফেরার সময়ই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে যান স্থানীয় পুলিশ কর্মী ও বাসিন্দারা। আহতদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।