দুর্গাপুজোর আগেই উপহার। শারদ উৎসবের আগে বাংলার বাজারে পদ্মাপাড়ের ইলিশ (Hilsa)। জানা গিয়েছে, বৃহস্পতিবারেই বাংলাদেশ (Bangladesh) থেকে পেট্রোপোল সীমান্তে পৌঁছোবে ইলিশ। আর তার পরেই তা মিলবে পশ্চিমবঙ্গের বাজারগুলিতে।
দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গে ৩,৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির ছাড়পত্র দিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। এই বিপুল পরিমাণে ইলিশ রফতানির জন্য মোট ৭৯টি প্রতিষ্ঠানকে বরাত দেওয়া হয়েছে। প্রত্যেকটি সংস্থা ৫০ টন করে ইলিশ রফতানি করবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ইলিশ চলে আসবে এই রাজ্যে।
আরও পড়ুন - নিম্নচাপের প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, ভিজবে কলকাতা-সহ দক্ষিণও
কেমন দাম হবে পদ্মা পাড়ের ইলিশের?
জানা যাচ্ছে, ১ কেজি ইলিশ পশ্চিমবঙ্গের পাইকারি বাজারে ১২০০ থেকে ১৩০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। আর একটু ছোট অর্থাৎ ৭০০ গ্রামের ইলিশগুলো ৭০০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হবে।