২ লক্ষ টাকার বিনিময়ে সদ্যোজাত সন্তানকে বিক্রি করার অভিযোগ। অভিযুক্ত একরত্তির মা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ায় লোকলজ্জার ভয়ে সন্তান বিক্রি করে সে। ঘটনায় জড়িত থাকার অভিযোগ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের রানাভুতিয়া এলাকার। অভিযুক্ত মহিলার নাম শুক্লা দাস। সম্প্রতি এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সে। স্থানীয়দের দাবি, সন্তানসম্ভবা হয়ে পড়ে সে। তা জানতে পারেন তাঁর স্বামী তাপস মন্ডল। ঝুমা মাঝি নামে এক মহিলা ২ লক্ষ টাকার বিনিময়ে তাঁদের সন্তান কেনেন। তা জানতে পেরে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন এক প্রতিবেশী।
ঝুমা নিঃসন্তান ছিল। জমি বিক্রি করে ২ লক্ষ টাকার বিনিময়ে শুক্লার ১১ দিনের সন্তানকে কেনেন তিনি। সদ্যোজাতের মা শুক্লা দাস, তাপস মন্ডল, মধ্যস্থতাকারী এক আয়া শান্তি মন্ডল ও ঝুমা মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ।