রাজ্যে ()West Bengal) এবার কোভিডের (Covid 19) নতুন প্রজাতি বিএফ.৭-এ (BF.7) আক্রান্তের হদিশ। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চার জন আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে। সকলেই সুস্থ আছেন। তবে কোভিডের নতুন প্রজাতি নিয়ে এখনই দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ দফতর।
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গত ১ মাসে বিদেশ থেকে আসা যাত্রীদের নমূনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়। তাদের মধ্যেই চার জনের শরীরে নতুন প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে একজন কলকাতার ও বাকি তিন জন নদিয়ার। স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওই তিনজনের সংস্পর্শে এসেছিলেন মোট ৩৩ জন। প্রত্যেকেই সুস্থ আছেন।
আরও পড়ুন: আবাস যোজনার কাজ দেখতে প্রতিনিধি দল, নবান্নকে চিঠি পাঠাল কেন্দ্র
তবে স্বাস্থ্য ভবন জানিয়েছে, দুশ্চিন্তার এখনই কিছু নেই। জেলার হাসপাতালগুলির পরিষেবা আরও ঢেলে সাজানো হবে। কোভিডের জন্য জেনোম সিকুয়োন্সিংয়ের উপরও জোর দেওয়ার কাজ করছে স্বাস্থ্য দফতর।