মাটি চাপা পড়ে মৃত্যু হল চার শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। ঘটনায় BSF বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা।
কীভাবে দুর্ঘটনা ঘটল?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোপড়ার দাসপাড়ার সীমান্তবর্তী এলাকায় একটি ড্রেন তৈরির কাজ করছে BSF। সোমবার সকাল থেকেই সেখানে খোঁড়াখুঁড়ি চলছিল। এবং সেসময় খেলছিল স্থানীয় কয়েকজন শিশু। তখনই ওই শিশুদের উপর মাটির ঢিবি ধসে পড়ে যায় বলে অভিযোগ। বেশ কয়েকজন চাপা পড়ে।
উদ্ধার করে BSF
বি এস এফ জওয়ানরা অতি দ্রুত চারজন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যদিও কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, সেখানে আরও দুজন শিশু চাপা পড়ে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় পঞ্চায়েতের এক সদস্য জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা আরও ভালোভাবে নজরদারি চালানোর জন্য ওই ড্রেন কাটছিল BSF। সেখানেই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।