দুর্গাপুরের (Durgapur) ফরিদপুর থানার লাউদোহার খনিতে (Coalmine) কয়লা চাপা পড়ে প্রাণ হারালেন ৪ জন। গুরুতর আহত একজন। ঘটনা ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা। খবর পাওয়ার পরই শুরু হয় উদ্ধার কাজ। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তিরা নাম আন্নাহরি বাউরি,শ্যামল বাউরি, পিঙ্কি বাউরি ও নটবর বাউরি। এরা সবাই একই পরিবারের সদস্য।
বুধবার মাধাইপুর খোলামুখ খনিতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে। যারা আটকে ছিলেন, তাদের দ্রুত উদ্ধারের দাবিতে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভের আশঙ্কায় ঘটনাস্থলে আসে বিশাল সংখ্যক পুলিশবাহিনী (Police Force)। শুরু হয় দ্রুত উদ্ধার কাজ।
আরও পড়ুন:১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের ‘দুয়ারে সরকার’, বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নের
প্রথমে কিশোর বাউরি নামের এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। কয়লার বিশাল চাঁই সরিয়ে দেহগুলিকে উদ্ধার করতে হয় বলে জানা গিয়েছে।