রাজ্য সরকারের পাশাপাশি শ্রেষ্ঠ দুর্গা পুজোগুলির জন্য বিশেষ পুরস্কার দিলেন রাজ্যপাল। মঙ্গলবার রাতে ওই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কারের নাম দেওয়া হয়েছে দুর্গারত্ন।
এবারের পুজোয় যে চারটি পুজো মণ্ডপকে পুরস্কৃত করা হয়েছে সেগুলি হল টালা প্রত্যয়, কল্যাণী আই টি আই, বরানগরের বন্ধুদল এবং নেতাজি নগরের পুজো। বিভিন্ন বিষয়ের উপর বিচার করেই পুরস্কার দেওয়া হয়েছে। জয়ী পুজো মণ্ডপগুলিকে ৫ লাখ টাকা ভাগ করে দেওয়া হবে।
আগেই দুর্গারত্ন পুরস্কার দেওয়ার ঘোষণা করেছিলেন রাজ্যপাল। সাধারণ মানুষের বিচারে শ্রেষ্ঠ পুজো বেছে নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। সেইমতো বিজয়া দশমীর রাতে দুর্গারত্ন পুরস্কারের ফল ঘোষণা করা হল।
চারটি পুজো কমিটি মিলিয়ে মোট ৫ লাখ টাকা দেওয়া হবে। এছাড়াও মানপত্রও দেওয়া হবে।