গত শুক্রবার আদালতে রাজ্য দাবি করেছিল, হাওড়া (Howrah) ও বালি (Bally) পুরবিলে সই করেছেন রাজ্যপাল (Governor)। তারপর থেকে সেই রেশ চলছে। সোমবার সকালেও দার্জিলিঙে রাজ্যপাল জগদীপ ধনখড় দাবি করেন, এই বিলে সই করেননি।
এদিন, বিকেলে রাজ্যের বকেয়া পুরনিগমের ভোটে দিন ঘোষণা করতে বসে রাজ্য নির্বাচন কমিশনও (State Election Commission) তাই ঝুলিয়ে রাখল হাওড়া ও বালির ভোটের তারিখ। ঘোষণা করা হল, শিলিগুড়ি (Siliguri), চন্দননগর (Chandannagar), বিধাননগর (Bidhan Nagar) ও আসানসোলের (Asansol) পুরভোট হবে ২২ জানুয়ারি। ২৫ জানুয়ারি ফলঘোষণা। সব বুথে থাকবে সিসি ক্যামেরা। ৪ জানুয়ারি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করবে নির্বাচন কমিশন।
এদিন রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস (Sourav Das) জানান, "শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর ও আসানসোলে নির্বাচন হবে। ২৮ ডিসেম্বর থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে। ৩ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।" সোমবার থেকে শুরু হয়ে গেল আদর্শ আচরণ বিধি।
আরও পড়ুন: রাজ্যের বকেয়া পুরভোটের ঘোষণা হতে পারে সোমবার
হাওড়া ও বালি পুরসভার বিলে এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল। সোমবার রাজ্যপাল জানান, কমিশন চাইলে হাওড়ার ৬৬টি ওয়ার্ডে নির্বাচন করতে পারে। কিন্তু রাজ্যের দিক থেকে অবস্থান স্পষ্ট না হওয়ায়, হাওড়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন।