মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনার বিতর্কের ঝড় উঠেছে সারা দেশে। ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গেই আলোচনার কেন্দ্রে এসেছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের ইস্তফার কথা। যদিও সূত্রের খবর, এখনই মণিপুরের মুখ্যমন্ত্রীকে এখনই সরানোর কথা ভাবছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব।
এদিকে মণিপুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নতুন করে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে মণিপুর কাণ্ডে মোট গ্রেফতারির সংখ্যা ৪। অন্যদিকে মণিপুরের ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। অভিযুক্তদের অতি দ্রুত এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে ঘটনার জেরে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে মণিপুরে।