রানাঘাটে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ১ কোটি টাকার সোনার গয়না এবং নগদ তিন লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি রয়েছে।
পুলিশ জানিয়েছে, বিহার থেকে একটি গ্যাং পুরো অপারেশনটি চালিয়েছে। লুটপাঠ চালানোর সময়ই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এবং তাদের ঘিরে ফেলে। সেসময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ডাকাতরা। পালটা জবাব দেয় পুলিশ আধিকারিকরা।
Read More- নামী গয়না সংস্থার ২টি শো-রুমে ডাকাতি, গুলি চালানোর অভিযোগ
মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ পুরুলিয়া এবং রানাঘাটের দুটি সোনার দোকানে হামলা চালায় ডাকাতরা। সংস্থার তরফে জানানো হয়েছে, দুপুর দেড়টা নাগাদ দুটি শোরুমে ডাকাতরা ঢোকে। কিছুক্ষণের মধ্যেই হীরে ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। রানাঘাট শো-রুম থেকে পালানোর সময় গুলিও চালায় তারা। ওই দুটি আউটলেটই ফ্রানচাইজি স্টোর বলে জানা গিয়েছে। ইতিমধ্যে কয়েকজন ডাকাতকে গ্রেফতারও করা হয়েছে।