কলকাতায় চিন্তা বাড়াচ্ছে কোভিড। বুধবার নতুন করে ৪ জনের শরীরের এই ভাইরাসের উপস্থিতির খোঁজ পাওয়া গিয়েছে। তাঁরা কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা গিয়েছে, যাঁদের শরীরে কোভিডের ভাইরাস পাওয়া গিয়েছে তাঁদের প্রত্যেকের বয়স ৭০ বছরের বেশি। আক্রান্তদের মধ্যে একজন রয়েছেন আনন্দপুরের একটি হাসপাতালে এবং তিনজন ভর্তি রয়েছেন ঢাকুরিয়ার একটি হাসপাতালে। ওই চার জন রোগীর মধ্যে কয়েকজনের কো-মর্বিডিটি রয়েছে বলেও জানা গিয়েছে। আক্রান্তদের মধ্যে একজনের কিডনির সমস্যা রয়েছে এবং অন্য এক বৃদ্ধের রক্তবমি হচ্ছে।
এদিকে গত সপ্তাহেই কলকাতায় পরপর দুদিন আট জন কোভিড আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। আক্রান্তের তালিকায় রয়েছে ছ মাসের এক শিশুও। আক্রান্তদের মধ্যে কারোর শরীরে JN 1 ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। যার ফলে অনেকটাই স্বস্তি রাজ্য স্বাস্থ দফতরের।