বর্ধমানে বিষমদ নিয়ে অভিযোগ ওঠার পরেই সক্রিয় পুলিশ-প্রশাসন। শুক্রবার দিনভর এডিজি ওয়েস্টার্ন জোন সঞ্জয় সিং ও পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেনের নেতৃত্বে শহর জুড়ে তল্লাশি চালায় বিশাল পুলিশ বাহিনী।
এদিকে, বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪। আগেই মৃত্যু হয়েছিল শেখ হালিম ও শেখ সুরবাতির। এবার মারা গেলেন আরও দুই যুবক। তাঁদের নাম চিন্ময় দে এবং গৌতম দে। এঁরাও বৃহস্পতিবার মদ্যপানের আসরে ছিলেন বলেই খবর।
আরও পড়ুন- 2 died of drinking liquor in Burdwan: 'বিষ মদ' কাণ্ডে বর্ধমানে মৃত ২, তদন্তে নেমেছে পুলিশ
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কোন দোকান থেকে ওই মদ কেনা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।