সোমবার এক ধাক্কায় তিস্তা ব্যারাজ থেকে ছাড়া হল প্রায় ৪ হাজার কিউকেস জল। এর ফলে তিস্তায় জলস্তর বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। বিস্তীর্ণ এলাকা জলমগ্নও হতে পারে। এমনই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে।
গত বছরের ৪ অক্টোবর ভয়াবহ হড়পা বানের সম্মুখীন হয় সিকিমের একাধিক এলাকা। ভেসে যায় সেনা বাহিনীর ক্যাম্প ও অস্ত্র। সূত্রের খবর ওই অস্ত্র এবং গোলা বারুদের তল্লাশি চলছে এখনও।
জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী জানিয়েছেন, তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।