বর্ষবরণের রাতে শহর কলকাতায় বিভিন্ন অভিযোগে গ্রেফতার ৪৫৭ জন। বেপরোয়াভাবে গাড়ি চালানোর পাশাপাশি বিভিন্ন অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
৩১ শে ডিসেম্বরের রাতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছিল কলকাতা পুলিশ। বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ যেমন মোতায়েন করা হয়েছিল তেমনই সাদা পোশাকের পুলিশও নিরাপত্তার দায়িত্বে ছিল। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্র্যাফিক আইন ভাঙার ১ হাজার ৫৭০টি মামলা দায়ের করা হয়েছে।
করোনার জেরে বিগত দু-বছর তুলনামূলক কম ভিড় হয়েছিল বর্ষবরণের রাতে। কিন্তু চলতি বছরে তার ব্যতিক্রম। বর্ষশেষের রাতে জমজমাট হয়ে উঠেছিল পার্কস্ট্রিট। একাধিক রেস্তরাঁ, বার ও নাইটক্লাবে উপচে পড়া ভিড় ছিল।