৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন (Kolkata International Book Fair inaugration) আজ । সেন্ট্রাল পার্কে বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত থাকবেন রাজ্যের অন্যান্য মন্ত্রী, গিল্ডের কর্মকর্তারা, থাকবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়-সহ আরও অনেকে । ৩১ জানুয়ারি থেকে মেলার গেট খুলে দেওয়া । ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলবে ।
জানা গিয়েছে, মোট ২০টি দেশ এবারের মেলায় অংশগ্রহণ করছে । ৯৫০টি বইয়ের স্টল থাকছে মেলা প্রাঙ্গণে । উদ্বোধনের দিন শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে 'জীবনকৃতি সম্মান' দেওয়া হবে। এছাড়াও রয়েছে নানা অনুষ্ঠান। জানা গিয়েছে, এবারের বইমেলাতে (Kolkata International Book Fair) রেকর্ড সংখ্যক ছোট প্রকাশক স্টল দিচ্ছেন । নতুন প্রকাশক রয়েছেন ৬৮ জন । বইমেলা আয়োজক কমিটি মনে করছে করোনার পর এবারের বইমেলায় রেকর্ড ভিড় হবে । গত কয়েকবারের রেকর্ড এবার ভেঙে যেতে পারে ।
আরও পড়ুন, Train Cancelled : হাওড়া, শিয়ালদহ থেকে বর্ধমান, বনগাঁ একাধিক রুটে ট্রেন বাতিল, কত দিন চলবে দুর্ভোগ ?
এদিকে, বইমেলার সময় বইপ্রেমীদের কথা মাথায় রেখে রবিবারেও ইস্ট ওয়েস্ট মেট্রো চালু রাখা হচ্ছে । সোমবার থেকে শনিবার পর্যন্ত আপ ডাউন মিলিয়ে ১০৬-এর বদলে ১২০টি মেট্রো চলাচল করবে । সকাল ৬টা ৫৫-এর বদলে ৬টা ৫০ থেকে রাত দশটা পর্যন্ত মেট্রো চলবে । তাছাড়া থাকবে বাড়তি বাসও ।