আগামী সপ্তাহেই কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন। প্রায় ১০০০ স্টল বসছে এ'বছরের মেলায়। স্বাভাবিক ভাবেই আরও বেশি সংখ্যক বই বিক্রির আশায় বুক সেলার্স গিল্ড।
গত বছরের চেয়ে একলাফে প্রায় ১০০ টি স্টল বাড়ল এ'বছর। আগামী ১৮ থেকে ৩১ জানুয়ারি সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। অংশ নিচ্ছে প্রায় ২০ টি দেশ। হাজার স্টলের মেলায় বিক্রিও গত বছরের তুলনায় বেশি হবে বলে আশা করছেন বই বিক্রেতারা।
Ranveer Singh: লাক্ষাদ্বীপের ছবি দিতে গিয়ে মালদ্বীপের ছবি পোস্ট! তড়িঘড়ি ডিলিট করলেন রণভির সিং
বইমেলা উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ বাস পরিষেবা সংক্রান্ত বিষয়ে রাজ্য পরিবহণ দফতরের সঙ্গে গিল্ড কর্তৃপক্ষের আলোচনা চলছে। শিয়ালদহ থেকে বিশেষ মেট্রো পরিষেবা চালু করা হবে।