দালাল চক্রের হদিস মিলল SSKM হাসপাতাল এবং কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। বুধবার ভবানীপুর এবং বউবাজার থানার পুলিশ একযোগে অভিযান চালায়। গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। তাঁরা প্রত্যেকেই সক্রিয় দালাল চক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ।
দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে দালালচক্র চালানোর অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধে পদক্ষেপ করতে তল্লাশি শুরু করে পুলিশ। তারপরেই গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। ধৃতদের নাম সচিন সর্দার, বান্টি প্রসাদ, রাকেশ মল্লিক, কৃষ্ণ পণ্ডিত এবং উৎপল দাস।
এদিকে ধৃতদের জেরা করে এই চক্রের বাকিদের খোঁজার চেষ্টা করছে পুলিশ। তদন্তকারীদের অনুমাণ এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে।