রাজস্থান(Rajasthan Dacoits) থেকে ডাকাতি করতে এসে হাবরা পুলিশের জালে ৫ জনের ডাকাত দল। রবিবার গভীর রাতে হাবরা ষ্টেশন(Habra Station) সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে রাজস্থানের এই ডাকাত দলকে(Rajasthan Dacoits) ধরে ফেলা হয়। তাদের থেকে একটি ছোট গ্যাস সিলিন্ডার, একটি অক্সিজেন সিলিন্ডার এবং ফ্যাস কাটার উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, হাবরা স্টেশন(Dacoity near Habra Staion) মোড় এলাকার একটি সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই দলটি। সোমবার বারাসাত আদালতে(Barasat Court) তোলার পর তাদের ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠায় আদালত।
আরও পড়ুন- Suvendu Adhikari: অভিষেক-শুভেন্দু দ্বৈরথে সরগরম রাজ্য রাজনীতি, কাঁথিতে পাল্টা সভার ডাক বিজেপির
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন আগেই এই দলের এক সদস্য সোনার দোকানে(Gold Jwellery Shop) রেইকি করে যায়। এলাকা সম্পর্কে যাবতীয় খোঁজখবর নেওয়ার পর টার্গেট ঠিক করে এই ৫ দুষ্কৃতি। তবে পুলিশের তৎপরতায় শেষ মুহূর্তে ডাকাতির(Rajasthan Dacoits) প্ল্যান ভেস্তে যায় ওই দুষ্কৃতিদের।