শুক্রবার মাঝরাত থেকে রাজ্যে চালু হচ্ছে ৫০৯ টি কলেজে স্নাতকস্তরে ভর্তির পোর্টাল। ১৫ জুলাই পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। অন্যদিকে চলতি শিক্ষাবর্ষ থেকেই চার বছরের স্নাতক পাঠক্রম শুরু হচ্ছে।
মে মাসে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়। তারপরেই রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে জানানো হয়, স্নাতক স্তরের পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে শুধুমাত্র অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে। সেইমতো শুক্রবার মাঝরাত থেকেই শুরু হবে আবেদন প্রক্রিয়া।
জানা গিয়েছে, ভর্তির আবেদনপত্র জমা নেওয়া হবে ১৫ জুলাই পর্যন্ত। এবং তারপর ২০ জুলাই পড়ুয়াদের মেধাতালিকা প্রকাশ করা হবে। এবং ৩১ জুলাইয়ের মধ্যে অলনাইনে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।
তবে এখনই কেন্দ্রীয় পোর্টাল নয়, প্রতিটি কলেজের নিজস্ব পোর্টালের মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া চলবে। পাশাপাশি ভর্তি প্রক্রিয়ার সময় আবেদনকারীদের শংসাপত্র অনলাইনেই যাচাই করবে কলেজ কর্তৃপক্ষ। যোগ্য প্রার্থীকে ইমেইলের মাধ্যমে বা ফোনের মাধ্যমে জানিয়ে দেবে কলেজ কর্তৃপক্ষ।
স্নাতকে ভর্তির পর কোনও পড়ুয়ার শংসাপত্রে কোনও গরমিল দেখা দিলে তাঁর আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে।