গরুপাচার কাণ্ডের তদন্তে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার গাড়িচালক তুফান মির্দার নামে ৫২ কাঠা জমির হদিশ। যার আনুমানিক দাম প্রায় ২ কোটি টাকা। এমনই দাবি সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের। ওই জমির সঙ্গে সায়গল হোসেনের যোগ রয়েছে বলে দাবি তদন্তকারী আধিকারিকদের। শুক্রবার আসানসোল আদালতে এই নথি পেশ করে সিবিআই।
স্থানীয় সূত্রে খবর, তুফান বোলপুরের কালিকাপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে অনুব্রতের মেয়ের গাড়ি চালান তিনি। সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের দাবি, অনুব্রত ও সেহগালের সঙ্গে ভাল সম্পর্ক ছিল তুফানের। এবার তাঁর নামেই জমির খোঁজ পেলেন তদন্তকারীরা। সরকারি নথি অনুষ্ঠানে পাথরঘাটা মৌজায় তুফান মির্ধার নামে প্রায় ৫২ কাঠা জমি আছে। সরকারি তথ্য অনুযায়ী, ওই জমি ২০২২ সালের মে মাসে তুফান মির্ধার নামে রেকর্ড করা হয়েছে।ওই জমির বাজার দর প্রায় ২ কোটিরও বেশি।
আরও পড়ুন:সাতসকালে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল ছ'রাউন্ড গুলি, বোমা! ভাটপাড়ায় চাঞ্চল্য
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর তাঁর একাধিক সহযোগীর নামে বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে বলে দাবি করেছে সিবিআই। কয়েকমাস আসে তুফানকে তলবও করেছিল সিবিআই।