এবারের পঞ্চায়েত নির্বাচনেও রেকর্ড অক্ষুণ্ণ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে জয়ী ৮৮ বছরের গোপাল নন্দী। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। ৫৮ বছর ধরে নির্বাচনে লড়াই করছেন। হারের রেকর্ড নেই। এবার জয়ের পর জানালেন, দল দায়িত্ব দিলে কাজ করবেন।
গোপাল নন্দী মানেই চোখে ভেসে ওঠে বুশ শার্ট, খাটো ধুতি। ১৯৬৫ সালে সেই সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন। কখনও কংগ্রেস, কখনও নির্দল আবার কখনও তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন। ৩৪ বছরের বাম জমানাতেও অক্ষুণ্ণ ছিল তাঁর রেকর্ড। এবার গ্রাম পঞ্চায়েতে ২৫১ ভোটে জিতেছেন তিনি।
রাজনৈতিক জীবন শুরু কংগ্রেসের হাত ধরেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৃণমূলে যোগ দিয়েছিলেন। পঞ্চায়েত প্রধানের দায়িত্বও সামলেছেন তিনি। ২০১৩ সালে পঞ্চায়েত সমিতিতে জিতেছেন। এলাকাবাসীর কাছে একজন সৎ নেতা হিসেবে পরিচিত তিনি। এক সময় বিধান চন্দ্র রায়, অজয় মুখোপাধ্যায়দের সান্নিধ্যও পেয়েছেন তিনি।