গত কয়েকদিন ধরে রাজ্যের কোভিড গ্রাফ(Covid Graph) উদ্বেগ বাড়াচ্ছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার থেকেই রাজ্যে জারি হয়েছে কোভিড বিধিনিষেধ(Restriction) । রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ৬,০৭৮ জন । রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৬,১৫৩ জন । যদিও, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কম হয়েছে ।
তবে মৃতের(Death) সংখ্যা বেড়েছে । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের । সংক্রমণের হার বেড়ে হয়েছে ১৯.৫৯ শতাংশ ।
এদিন, কলকাতাতেও কোভিড গ্রাফ নিম্নমুখী । কলকাতায় গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ (Daily Infection) দাঁড়াল ২,৮০১ জন । মৃত্যু হয়েছে ৪ জনের । অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে । এখানে একদিনে আক্রান্ত হয়েছেন, ১,০৫৭ জন । এরপরেই রয়েছে হাওড়া ও হুগলি । এখানে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৬৬৫ ও ৩৪০ ।
আরও পড়ুন, Local Train : সন্ধে ৭টা নয়, রাত ১০টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন, সিদ্ধান্ত বদল রাজ্য সরকারের
গত সোমবার রাজ্যে কোভিড আক্রান্ত ছিলেন ৪৩৯ । এক সপ্তাহের মধ্যেই সেই পরিসংখ্যান দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার । সবথেকে খারাপ পরিস্থিতি কলকাতায় । কলকাতায় ইতিমধ্যেই ২৫টি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম । তিনি জানিয়েছেন, কোনও আবাসনে ৪ থেকে ৫ জন আক্রান্ত হলেই সেখানে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হবে ।