রবিবার সকালে ভূমিকম্প অনুভূত হল নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ন্যাশনাল আর্থকোয়েক মনিটারিং অ্য়ান্ড রিসার্চ সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ৭টা ৩৯ মিনিটে কাঠমান্ডুর বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৬.১।
জানা গিয়েছে, নেপালের ধাদিং জেলা ভূমিকম্পের কেন্দ্রস্থল। মূলত গন্ডাকি এবং বাগমতি প্রদেশের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। তবে বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।