বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে মৃতদেহ পাচার করতে গিয়ে আটক গাড়ির চালক সহ ছয় সাত জন। তাদের মধ্যে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অ্যানাটমি বিভাগ থেকে বুধবার সকালে দেহ পাচারের অভিযোগে সন্দেহভাজনদের হাতেনাতে ধরা হয়।
Supreme Court: দাগি সাংসদ-বিধায়করা পুরোপুরি হারাবেন ভোট লড়ার অধিকার? বৃহস্পতিবার রায়দান সুপ্রিম কোর্টের
অভিযোগ, তিনটি দেহ স্বৰ্গরথে তুলে লোপাটের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু পাচারের আগেই সমস্ত ধরা পড়ে যায়। বর্ধমান মেডিক্যাল কলেজের মেইন গেটেই মৃতদেহ সহ গাড়ি ধরা পড়ে, সঙ্গে সঙ্গে গাড়িটি আটক করে বর্ধমান থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে হাসপাতলের তিন কর্মী সহ আরও ৩ জনকে গ্রেফতার করে। এর সঙ্গে বড় কোনও চক্রের যোগ আছে কীনা তা-ও খতিয়ে দেখছে পুলিশ।