রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলাফল প্রকাশিত । এবার মেধাতালিকায় জয়জয়কার সিবিএসই বোর্ডের । জয়েন্টে প্রথম ও দ্বিতীয় সিবিএসই-র । প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট ৬ জন । আইসিএসই থেকে রয়েছেন মাত্র একজন । প্রথম দশে রাজ্য বোর্ড থেকে জায়গা করে নিয়েছেন মাত্র ৩ জন । তবে, সাফল্যের নিরিখে রাজ্য বোর্ডই এগিয়ে রয়েছে । ৯৭ হাজার ৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে সফল হয়েছেন ৫১ হাজার ৩৪৫ জন । অর্থাৎ ৫২ শতাংশই উচ্চ মাধ্যমিক বোর্ডের ।
জানা গিয়েছে, মেধাতালিকায় তৃতীয়, চতুর্থ ও অষ্টম স্থানাধিকারী উচ্চ মাধ্যমিক বোর্ডে । দশম স্থানাধিকারী আইসিএসই বোর্ডের । বাকি ব়্যাঙ্ক ছিনিয়ে নিয়েছে সিবিএসই । উল্লেখ্য, সফল ছাত্রছাত্রীদের মধ্যে ৭২ শতাংশই এই রাজ্যের। ২৮ শতাংশ রাজ্যের বাইরের।