মাধ্যমিক পরীক্ষায় এবছরও বড় সাফল্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। এবার মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশের মধ্যে ৬ জন পরীক্ষার্থী এই স্কুলের। আবাসিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিতাই এই সাফল্যের অন্যতম কারণ বলে মনে করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ইষ্টেশানন্দ।
এবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিকে তৃতীয় স্থান অর্জন করেছে নৈঋত রঞ্জন পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯১। ষষ্ঠ স্থান অলিভ গায়েনের। সপ্তম স্থানে আলেখ্য মাইতি। নবম স্থানে ঋতব্রত নাথ ও ঋত্বিক দত্ত। দশম স্থানে শুভ্রকান্তি জন।
এদিকে দক্ষিণ ২৪ পরনগার সোনারপুর সারদা বিদ্যাপীঠ থেকেও প্রথম দশে রয়েছেন দুজন পরীক্ষার্থী। অষ্টম স্থানে আছেন সন্দীপন মান্না। নবম স্থানে ইশান বিশ্বাস।