ভাঙড়ে তৃণমূল নেতার(Bhangar TMC Group Clash) বাড়ি লক্ষ করে গুলি-বোমা ছোড়ার ঘটনায় গ্রেফতার ৭। স্থানীয়দের দাবি, ধৃতরা প্রত্যেকেই তৃণমূলের অপর গোষ্ঠীর লোক। মোবাইল টাওয়ারের লোকেশন ধরে এগোতেই একে একে পুলিশের(Bhangar Police Station) জালে ধরা পড়ে অভিযুক্তরা। ধৃতদের বাড়ি ভাঙ্গড়ের জাগুলগাছি, সাইআটি, বড়ালি এলাকায়।
মঙ্গলবার রাতে স্থানীয় তৃণমূল(TMC Group Clash) নেতা ফজলে করিমের বাড়ি লক্ষ করে ব্যাপক বোমাবাজি হয়। সঙ্গে এলোপাথাড়ি গুলি চালানো হয়। গুলির আওয়াজে খাটের নিচে আশ্রয় নেন ওই তৃণমূল নেতা। দরজা-জানালার পাশাপাশি খাটের একাধিক গুলির দাগ মিলেছে। খবর পেয়ে বুধবার সকালেই এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী(Bhangar Police Station)। দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা, তা স্বীকার করে নেন ফজলে করিম। তাঁর অভিযোগের তীর ছিল কাইজার আহমেদের(TMC Leader Kaizar Ahmed) দিকে।
পঞ্চায়েত নির্বাচনের আগেই বারবার উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়ের(Bhangar Gun Shot) বিভিন্ন এলাকা।নিজেকে 'সৎ' দাবি করে আক্রান্ত ওই তৃণমূল নেতার অভিযোগ, “কাইজার একের পর এক অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে।" মুখ খোলায় তাঁর ওপর হামলা হয়েছে বলেই দাবি ছিল আক্রান্ত নেতার। ঘটনার পর রাজ্য তৃণমূল কংগ্রেসের(TMC Leader attacked in Bhangar) সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম জানান, “নিশ্চিতভাবে দল সিদ্ধান্ত নেবে। প্রশাসনের ওপর আস্থা রয়েছে।"