আগেই ভুয়ো প্যানেল বানানো, প্যানেলে নাম বদলে দেওয়া- এমন সব মারাত্মক অভিযোগ সামনে এসেছিল। এবার শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহার বিরুদ্ধে ডেটা সরিয়ে ফেলার অভিযোগ আনল সিবিআই। বৃহস্পতিবার সিবিআই বিশেষ আদালতে শুনানি চলাকালীন এইসব অভিযোগ সামনে এনেছে সিবিআই। এদিন শান্তিপ্রসাদ ও অশোককে সাতদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
আলিপুর জজ কোর্টে সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক শুভার্থী সরকারের এজলাসে শুনানি ছিল। ১৭ অগস্ট রয়েছে পরবর্তী শুনানি। বুধবার দুই প্রাক্তন এসএসসি কর্তাকে গ্রেফতার করার পর নিজাম প্যালেসে রাতভর জেরা করা হয়েছে বলে সূত্রের খবর। তবে জেরায় তাঁরা নিয়োগ সুপারিশ সংক্রান্ত প্রশ্নের মুখে দায় এড়িয়ে যান বলেই সূত্রের খবর। এ দিন আদালতে তাই তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে সিবিআই।
আদালতের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। তদন্তের মূল হাতিয়ার ছিল আর এন বাগ কমিটির রিপোর্ট। তদন্তে নেমে বেনিয়মের প্রমাণ পেয়েছিল সিবিআই। আর দুর্নীতির প্রমাণ সিবিআই-এর হাতে এনে দেয় ইডিও। বুধবার সকাল ১১টা থেকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় অশোক সাহা ও শান্তিপ্রসাদ সিনহাকে।