সাত দিন ধরে খাবার পাচ্ছেন না শিশু ও প্রসূতি মায়েরা। এমনটাই অভিযোগ মালদার চাঁচলের মহব্বতপুরে। অভিযোগ, দিন কয়েক আগেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর ভেঙে ফেলেন গ্রামের এক মহিলা নুরবানু বেগম। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রান্নাঘর ভেঙে যাওয়াতেই দীর্ঘদিন বন্ধ রান্না, যার জেরে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছেন শিশু ও প্রসূতি মায়েরা। সোমবার খাওয়ার না পেয়ে টায়ার জ্বালিয়ে গ্রামীণ সড়কে বেঞ্চ পেতে বিক্ষোভ দেখালেন প্রসূতি ও গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থালে আসে বিশাল পুলিশ বাহিনী।
Nadia Cpm Wins : নদিয়ার তেহট্টের সমবায় ভোটে বড় জয় বামেদের, দ্বিতীয় তৃণমূল
গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনকে বারংবার জানানোর পরেও কোনও সুরাহা হয়নি। জানা গিয়েছে গত শুক্রবার রাতের অন্ধকারে ওই রান্নাঘর ভাঙা হয়। সরকারি রান্নাঘর ভাঙার অভিযোগে দোষীদের শাস্তির দাবি জানান গ্রামবাসীরা।