দত্তপুকুরের অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও সরকারি তরফে এখনও এবিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। মৃতরা সকলেই ওই অবৈধ কারখানার কর্মী ছিলেন বলে মনে করা হচ্ছে। এখনও ভাঙা বাড়ির নীচে অনেকেই আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে এই ঘটনার পরেই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, প্রশাসনের সহযোগিতায় ওই এলাকায় রমরমিয়ে চলছে অবৈধ বাজি কারখানা। পুলিশের একাংশের পাশাপাশি রাজনৈতিক দলের নেতারাও বেআইনি কারবারে যুক্ত বলেও অভিযোগ তাঁদের।
এদিকে বেআইনি বাজি কারখানা রুখতে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও কীভাবে রমরমিয়ে দত্তপুকুরে বাজি কারখানা চলছিল সেনিয়ে উঠছে প্রশ্ন। এবিষয়ে এখনও পর্যন্ত স্থানীয় প্রশাসনের কোনও বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীদের অভিযোগ, শামুলের নেতৃত্বে ওই এলাকায় বেআইনি বাজি কারখানা চলত।
Read More- দত্তপুকুরে বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ, অনেকের মৃত্যুর আশঙ্কা
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রশাসন একটু সচেতন হলেই এই দুর্ঘটনা এড়ানো যেত। পুলিশকে লিখিত অভিযোগ করার পরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।