বেলঘরিয়ায় ব্যবসায়ী অজয় মণ্ডলকে গুলি করার ঘটনায় ২জনকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ওই ব্যবসায়ী জানিয়েছেন পুরো ঘটনার মাস্টারমাইন্ড সুবোধ সিং নামে এক দুষ্কৃতী। বিহার থেকে পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছিল সে।
শনিবার ভরদুপুরে কলকাতার দিকে যাচ্ছিলেন অজয় মণ্ডল নামে ওই ব্যবসায়ী। কামারহাটি পৌরসভার সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। মোট পাঁচটি গুলি লাগে গাড়িতে। অল্পের জন্য রক্ষা পান ওই ব্যবসায়ী।
Read More- বেলঘরিয়ায় শুটআউট, নেপথ্যে বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং ! পুলিশে হাতে নয়া তথ্য
অন্যদিকে কলকাতার মির্জা গলিব স্ট্রিটে গুলিকাণ্ডে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। যদিও মূল অভিযুক্ত এখনও অধরা। তবে তার এক আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে বাইক রেষারেষি নিয়ে বচসা বাঁধে দুই গোষ্ঠীর মধ্যে। ঘটনায় গুলি চালানোর ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে মির্জা গলিব স্ট্রিট সংলগ্ন রাস্তায়।
এদিকে বসিরহাটের তৃণমূল কংগ্রেস কর্মী আলতাফ মালিককে গুলি করার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম তোয়েব আলি মণ্ডল। শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে শহর ও শহরতলিতে দুষ্কৃতী দৌরাত্মের পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কোথা থেকে এত পরিমাণ গুলি ও বন্দুক ঢুকছে রাজ্যে সেনিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।