ইংরেজিতে বলে এজ ইস জাস্ট আ নাম্বার। সে কথা আরও একবার প্রমাণ করে দিলেন বাংলার দুই বৃদ্ধ বৃদ্ধা। কে বলে ভালোবাসাবাসির বয়স হয়? বৃদ্ধাশ্রমের প্রেম গড়াল পরিণয়ে। বছর সত্তরের পাত্র সুব্রত সেনগুপ্ত আর ৬৫ এর কনে অপর্ণা চক্রবর্তীর আইনি বিয়ে হল।
দু'জনেই অবিবাহিত ছিলেন। নদিয়ার চাকদহের (Chakdah) লালপুরের বাসিন্দা সুব্রত সেনগুপ্ত। তিনি রাজ্য পরিবহণ দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী। ২০১৯ সালের শুরুতে রানাঘাটের পূর্ণনগর জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রমের থাকা শুরু সুব্রতবাবুর। অপর্ণা চক্রবর্তী সেখানে রয়েছেন বছর পাঁচেক ধরে। তাঁর বাড়ি রাণাঘাটের আইসতলায়। প্রায় ৩০ বছর কলকাতা বেলেঘাটায় একজন অধ্যাপকের বাড়িতে পরিচারিকার কাজ করেছেন তিনি। শেষ জীবনে বাপের বাড়ির দরজা তাঁর জন্য বন্ধ হয়ে যায়।
২০১৯ এর অপর্ণাকে মন দিয়েছিলেন সুব্রত। কিন্তু প্রেমে প্রত্যাখাত হয়ে বৃদ্ধাশ্রমের বাইরে থাকা শুরু।সপ্তাহ দুয়েক আগে নতুন করে রূপকথার শুরু। একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিলেন দুজনে। জীবন সায়াহ্নে এসে নতুন জীবনসঙ্গী। মিয়াঁ বিবি দুজনের কাছেই এ এক পরম পাওয়া।