সাত সকালে ভয়াবহ ঘটনা ধূপগুড়িতে । ছুরি নিয়ে হামলা চালালো এক যুবক । জানা গিয়েছে, শনিবার সকালে একের পর এক ব্যক্তিকে ছুড়ির কোপ মারে ওই যুবক । মোট ৮ জন ছুরি হামলায় আহত হয়েছেন । আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক । ধুপগুড়ি হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের সাকোয়াঝোরা ১ নম্বর গ্রামপঞ্চায়েতের সজনাপাড়া এলাকায় ।
অভিযুক্ত যুবকের নাম তইজুল ইসলাম । জানা গিয়েছে, শনিবার সকালে ঘুম থেকে উঠেই নাকি ছুরি হাতে সবাইকে আক্রমণ করা শুরু করেন ওই যুবক । প্রথমে আহত হন মজিনা খাতুন নামে এক মহিলা । তাঁর চিৎকার শুনে তাঁকে বাঁচাতে গেলে বাকিদের উপরও ছুরির কোপ বসানো হয় বলে অভিযোগ । স্থানীয় বাসিন্দারাই আহতদের নিয়ে যায় ধুপগুড়ি হাসপাতালে । বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে । যে চারজন আশঙ্কাজনক, তাঁরা হলেন, নূর হোসেন, ফরিদুল ইসলাম, মনিজা খাতুন ও রপিনা খাতুন ।
এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় । এমনটা ঘটার পর প্রথমে তাঁর কাছে কেউ যেতে সাহসই পাচ্ছিলেন না । পরে কোনওরকমে যুবককে আটকানো হয় । এমনকী, স্থানীয়রা তাঁকে গণপিটুনি দেয় বলে অভিযোগ । পরে পুলিশে খবর দেওয়া হয় । পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । অভিযুক্তকেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় । কী কারণে ওই যুবক এমন ঘটনা ঘটালো, তা বুঝতে পারছেন না কেউই । পুলিশ জানিয়েছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীণ । সেকারণেই এমন ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক অনুমান ।