ছেলের আবদারে বিদেশ থেকে চকলেট এনেছিলেন তেলেঙ্গানার কঙ্গন সিং। শনিবার সেই চকলেট গলায় আটকেই মৃত্যু(Telengana Child Death) হল ক্লাস টু-এর ছাত্র সন্দীপের। তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল শহরের এই ঘটনায় শোকে পাথর হয়ে গিয়েছেন বাবা কঙ্গন।
জানা গিয়েছে, ওয়ারেঙ্গেলের বাসিন্দা কঙ্কন সিং সম্প্রতি অস্ট্রেলিয়া(Australia) যান। সেখান থেকে ফেরার পথে ছেলে সন্দীপের(Telengana Child Death) জন্য বেশ কিছু চকলেট নিয়ে আসেন। বছর আটেকের সন্দীপ শনিবার বন্ধুদের দেওয়ার জন্য সেই চকলেট(Chocolates) নিয়ে স্কুলে যায়। বন্ধুদের দেওয়ার পর নিজেও একটা চকলেট মুখে দেয়। এরপরেই শুরু হয় বিপত্তি। আচমকা গলায় আটকে যায় চকলেট। কাশতে কাশতে দমবন্ধ হওয়ার যোগাড় হয়। ছুটে আসেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু তাঁদের সামনেই দম আটকে চকলেট।
আরও পড়ুন- Delhi Crime: ফের শিরোনামে দিল্লি! ব্যক্তির দেহ ২২ টুকরো করে ফ্রিজে রেখেছিলেন স্ত্রী-পুত্র, তারপর...
তড়িঘড়ি ওই স্কুলছাত্রকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে মৃত(Telengana Child Death) বলে ঘোষণা করেন।