ফের ডেঙ্গি (Dengue in West Bengal) আক্রান্ত হয়ে মৃত্যু রাজ্যে । এবার ডেঙ্গির বলি হলেন ৮০ বছরের এক বৃদ্ধা । নাম মঞ্জুরিকা রায় (৮০)। পাটুলির ১১০ নম্বর ওয়ার্ডের প্রণবানন্দ রোডের বাসিন্দা ছিলেন তিনি । উল্লেখ্য, সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গিয়েছে রাজ্যে (West Bengal) ডেঙ্গির প্রকোপ অনেকটা কমেছে । কিন্তু, ফের নতুন করে মৃত্যুর (Dengue Death) খবর সামনে আসতে চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্যদফতরের ।
জানা গিয়েছে, মঞ্জুরিকা দেবী বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন । ডেঙ্গির রিপোর্ট পজিটিভ আসলে ৩০ নভেম্বর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় । সোমবার সেখানেই মৃত্যু হয় তাঁর । গত কয়েকমাসে ডেঙ্গির বাড়বাড়ন্ত রীতিমতো আতঙ্ক তৈরি করেছে । বাচ্চা থেকে বুড়ো, ডেঙ্গির (Dengue cases decreases) কবলে পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে । সবথেকে বেশি উদ্বেগের চিত্র ছিল উত্তর ২৪ পরগনা, কলকাতা, মুর্শিদাবাদের ।
চিকিৎসকরা জানিয়েছিলেন শীত পড়তেই ডেঙ্গির প্রকোপ কমতে শুরু করবে । সেরকমই দেখা গিয়েছে গত কয়েকদিনের পরিসংখ্যানে । ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে । গত কয়েকদিনে মৃত্যুর খবরও সেভাবে পাওয়া যায়নি । কিন্তু, সোমবার ফের ডেঙ্গিতে মৃত্যুর খবর সামনে আসতে, তা নতুন করে ভাবাচ্ছে । ডেঙ্গির প্রকোপ কমলেও চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন পরিস্থিতি এখনও যথেষ্ঠ উদ্বেগের । কয়েকদিনের মধ্যে আরও জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস রয়েছে । তাঁদের আশা মশাবাহিত এই রোগের হাত থেকে দ্রুত মুক্তি মিলতে চলেছে ।