হজমি গুলি ভেবে কীটনাশক খেয়ে মৃত্যু এক ক্লাস থ্রির ছাত্রের (Student Death)। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (East Burdwan) খণ্ডঘোষ প্রাথমিক বিদ্যালয়ে। মৃত ছাত্র বিনয় মণ্ডলের বয়স ৯ বছর।
বিনয়ের বাবা নিরোদবরণ মণ্ডল জানান, বুধবার সকাল ১০টা নাগাদ স্কুলে যায় বিনয়। স্কুলে এক সহপাঠী ওই কীটনাশক দিয়েছিল। প্রথমেই বিনয় সেটি খেয়ে নেয়। খাওয়ার পরই বমি করতে শুরু করে সে।
বারবার বমি করতে করতে স্কুলেই অসুস্থ হয়ে পড়ে বিনয়। তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তাঁকে। হাসপাতালেই মৃত্যু হয় ওই খুদের। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: 'খারাপ দিন আসছে', রাজ্যে CBI তদন্তকারীদের হলফনামা চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
কুলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুহাশিস রঞ্জন দত্ত জানিয়েছেন, ক্লাস চলাকালীন বিনয় বমি করে। মাটির গুলির মতো দেখতে একটি চকোলেটের মতো জিনিস ছিল। স্কুলের পক্ষ থেকেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে।