'দুয়ারে সরকার' (Duare Sarkar) কর্মসূচির পঞ্চম দফা শেষ হল শনিবার । রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এবারের দুয়ারে সরকারে ব্যাপক সাড়া মিলিছে । রাজ্যজুড়ে ক্যাম্পগুলির (Duare Sarkar Camp) মাধ্যমে মোট ৯৭ লাখ মানুষ আবেদন জমা পড়েছে । প্রায় ১ কোটি ৭ লাখ আবেদন জমা পড়েছে । তার মধ্যে সবথেকে বেশি আবেদন জমা পড়েছে সামাজিক সুরক্ষা যোজনায়।
নভেম্বর-ডিসেম্বর এই সময়ের মধ্যে সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন জমা পড়েছে প্রায় ৩৫ লাখ । অন্যদিকে, স্বাস্থ্যসাথী প্রকল্পে আবেদন জমা পড়েছে ১০ লাখেরও বেশি । কৃষক বন্ধু প্রকল্পের জন্যও প্রায় ৮ লাখ ৩৪ হাজার আবেদন জমা পড়েছে । দুই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন জমা পড়েছে ৭ লাখ ৬১ হাজার । এবার দুয়ারে সরকারে নতুন সুবিধাগুলির মধ্যে অন্যতম জমির পাট্টা । এখানে আবেদন জমা পড়েছে ১ লাখের বেশি ।
আরও পড়ুন, LPG Cylinder Price Hike: নতুন বছরেই হেঁশেলে আগুন, বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হল ১৮৬৯.৫০টাকা
দুয়ারে সরকারের পঞ্চম দফায় গোটা রাজ্যজুড়ে ৮২ হাজার ৩৪৫টি ক্যাম্প চালানো হয়েছে । তার মধ্যে ৩৪.৫ শতাংশ অর্থাৎ ২৮ হাজার ৩৮১টি ছিল মোবাইল ক্যাম্প । এই মোবাইল ক্যাম্পের মাধ্যমে ১৪ লাখের বেশি মানুষ আবেদন করেছে । উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের থেকে সেরার শিরোপাও পেয়েছে দুয়ার সরকার প্রকল্প।