রেললাইনের পাশ থেকে উদ্ধার হল এক বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ। তাঁর নাম প্রদীপ মাল। বাড়ি বীরভূমের নলহাটি থানার পাইকপাড়া গ্রামে।
রবিবার সকালে নলহাটি-চাতরা রেল স্টেশনের মাঝে পাইকপাড়া গ্রামের কাছে তাঁর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। তাঁরাই বাড়িতে ও পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। এই ঘটনায় খুনের অভিযোগ করেছে স্থানীয় BJP নেতৃত্ব। অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা প্রদীপ মালকে খুন করেছে।
এবিষয়ে বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন, লোকসভা নির্বাচনের সময় থেকে তৃণমূলের সঙ্গে প্রদীপের ঝামেলা চলছিল। তাঁর সন্দেহ খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে তৃণমূল কংগ্রেস।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় টোটো চালক প্রদীপ মাল রবিবার ভোরে বাড়ি থেকে বের হন। তারপর সকাল সাড়ে সাতটা নাগাদ তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় গ্রাম সংলগ্ন রেল লাইন থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রেল পুলিশ।