এক নাবালিকার বস্তাবন্দি অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি মহকুমায় (Siliguri)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে শিলিগুড়ি (Siliguri Crime) মহকুমার নকশালবাড়ির রথখোলা এলাকায়৷ একটি পরিত্যক্ত হোটেলের ভেতর থেকে নাবালিকার রক্তাক্ত মৃতদেহ (Murder) উদ্ধার করে নকশালবাড়ি থানার পুলিশ (Nakshalbari Thana) ৷
আরও পড়ুন: হিজাব বিতর্কে মুখ খুললেন কর্নাটকের ছাত্রী, হিন্দু বন্ধুদের পাশে থাকার দাবি
প্রাথমিকভাবে অনুমান, ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন (Siliguri murder) করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা জগদীশ ব্যাপারি অভিযুক্ত বলে স্থানীয়দের অভিযোগ। উত্তেজিত জনতা ওই ব্যাক্তির চায়ের দোকান ও বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে যায় নকশালবাড়ি থানার পুলিশ।
পরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার, গ্রামীন ডিএসপি, সার্কেল ইন্সপেক্টর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি (Siliguri murder) বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।