মালদহের ফরাক্কার পর এবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। ফের বোমার আঘাতে ক্ষতবিক্ষত শৈশব। রবিবার সকালে দেগঙ্গায় বোমা ফেটে জখম ১৩ বছরের আরমান গাজি। তৃণমূল পার্টি অফিসের পিছনে রাখা বোমার আঘাতে আরমানের হাতের আঙুল উড়ে গিয়েছে। তাকে স্থানীয় বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, কলুসর গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল পার্টি অফিসের পিছনে আমবাগান রয়েছে। সেখানেই খেলছিল আরমান। পরিত্যক্ত ব্যাগ দেখে তার কৌতহল হয়। ব্যাগে কী আছে দেখতে গিয়েই বিপত্তি। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেগঙ্গা থাকা ও চাকলা ফাঁড়ির পুলিশ। পরিত্যক্ত ব্যাগ থেকে তিনটি বোমা উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াডও। এই ঘটনার পর তৃণমূলের তির আইএসএফ এবং বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিরোধীরা।